Master Foundation Scholarships (মাস্টার ফাউন্ডেশন বৃত্তি)
- Posted by tca
- Categories Message Board
- Date December 10, 2023
We are pleased to announce that Master Foundation has announced that it will provide two scholarships to TCA students. Preference will be given to students from Middle Islamabad, Nandalalpur Bazar, Matlab North, and Chandpur in order of precedence. The award is pre-conditioned to fulfill some criteria. The prospective candidates should communicate with the principal’s office to get pre-qualified.
Master Foundation is dedicated to enhancing educational opportunities for children in rural Bangladesh. The Master Foundation Scholarships operate independently from the Carter Academy in its tuition commitment and acceptance criteria.
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাস্টার ফাউন্ডেশন ঘোষণা করেছে, তারা টিসিএ শিক্ষার্থীদের দুটি বৃত্তি প্রদান করবে। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে মধ্য ইসলামাবাদ, নন্দলালপুর বাজার, মতলব উত্তর এবং চাঁদপুরের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। পুরস্কারের জন্য কিছু মানদÐ পূরণের পূর্ব-শর্ত রাখা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের প্রাক-যোগ্যতা অর্জন করতে অধ্যক্ষের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
মাস্টার ফাউন্ডেশন গ্রামীণ বাংলাদেশের শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর কাজে নিবেদিত একটি সংস্থা। শিক্ষার অঙ্গীকার এবং গ্রহণযোগ্যতার মানদÐে কার্টার একাডেমি থেকে স্বাধীনভাবে কাজ করে মাস্টার ফাউন্ডেশন স্কলারশিপস।
Previous post
What Covid Took from Our Students (আমাদের শিক্ষার্থীদের ওপর কোভিডের ছায়া)
You may also like
বার্ষিক ক্রীড়া, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫
গত ১৫ই জানুয়ারী ২০২৫ইং তারিখে দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল জনাব আবু তাহের (অব:) ও …
নবীনবরণ- ২০২৫
গত ৪ঠা জানুয়ারী ২০২৫ ইং তারিখে দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে স্কুল সেকশনের নবীনবরণ- ২০২৫ অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব গোলাম এম. সোহরাওয়ার্দী নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে …
২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা
গত ৩০ নভেম্বর, ২০২৪ তারিখে দি কার্টার একাডেমিতে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থীরা তাদের জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য উৎসাহিত হয়েছিল! আমরা সকল পরীক্ষার্থীকে জানাই অভিনন্দন! তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।