শিক্ষার্থীর মনোযোগ বাড়াতে শিক্ষকের করণীয়
- Posted by tca
- Categories Message Board
- Date February 13, 2024

বর্ষা কৈরী
অনেক সময় ক্লাসরুমে এমন শিক্ষার্থী দেখা যায় যাদের পড়ালেখার এবং ক্লাসরুম পারফরমেন্সের ব্যাপারে কোন আগ্রহ থাকে না। ক্লাসে প্রবেশ করার সাথে সাথেই এরকম শিক্ষার্থীদের চেনা যায়। শিক্ষকই পারেন তার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে। কারণ, দিনের একটি বড় অংশ তারা শিক্ষকের সাথে বিদ্যালয়ে কাটায়। উৎসাহ হারিয়ে ফেলা শিক্ষার্থীদের উৎসাহ ফিরিয়ে আনার জন্যে আমি ব্যক্তিগতভাবে যা মনে করি তা পাঠকের জন্য তুলে ধরছি।
১) শিক্ষার্থীদের সুনাম করুন এবং তাদের সম্পর্কে ভালো ভাল কথা বলুন। ক্লাসে যে কাজ দেয়া হোক, তাদের ভুল শুধরে তাদের কাজের গুরুত্ব দিন। তাদের নোটবুক বা ডায়েরিতে পজিটিভ ফিডব্যাক লিখুন।
২) সময় বেঁধে কাজ শেষ করার জন্যে শ্রেণির কাজে চ্যালেঞ্জ দিন, এতে তারা আগে কাজ শেষ করার জন্যে হলেও আগ্রহী হয়ে উঠবে।
৩) যে টপিকই পড়ান না কেন প্রাসংগিক অজানা গল্প বা উদাহরণ দেয়ার চেষ্টা করুন।
৪) শ্রেণীকক্ষ সম্পর্কিত কিছু কাজ ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দিন। যেমন- ক্যালেন্ডার, দেয়াল পত্রিকা, অ্যাটেন্ডেন্স নেয়া, বোর্ড পরিষ্কার করা, চেয়ার-টেবিল ঠিক রাখা ইত্যাদি।
৫) ছাত্রছাত্রীদের হাতে শ্রেণির পাঠের কিছু দ্বায়িত্ব বা কন্ট্রোল দিয়ে দেয়া উচিত, এতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ ভেবে আগ্রহী উঠে উঠার সম্ভাবনা অনেক।
৬) পারফরমেন্সের ওপর পড়ার চাপ কমিয়ে দিতে পারেন মাঝেমাঝে। যেমন- একজন ছাত্র পুরো সপ্তাহ ক্লাসে উপস্থিত থাকলো। তার পুরস্কার স্বরুপ পরের সপ্তাহে প্রথম দিনের ক্লাসে বাড়ির কাজ অফ করুন। এরকম ছোট ছোট পুরস্কার লার্নিং এ অনেক সহায়ক হতে পারে।
৭) ক্লাসে যে টপিক পড়াবেন বাড়ির কাজ কিন্তু ছাত্রছাত্রীদের দৈনিক জীবনের উপর নির্ভর দেয়ার চেষ্টা করুন, এতে তাদের চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।
৮) ক্লাসে মনোযোগী ও সবার সাথে ভালো ব্যবহারের জন্যে ক্লাসের বাইরে তাদের সাথে ভালো করে কথা বলা কার্যকর।
৯) ছোট বাজেটে ফিল্ড ট্রিপের ব্যবস্থা করার চেষ্টা করুন। অনেক সময় বাজেটের স্বল্পতার কারণে ট্রিপের ব্যবস্থা করা যায় না। সেক্ষেত্রে ক্লাসের শুরুতে দল বেঁধে সারা স্কুল কম্পাউন্ড ঘুরিয়ে আনতে পারেন।
একজন অমনোযোগী ছাত্র একদিনেই শুধরে যাবে বা পড়ায় মন দিবে তা কিন্তু কখনওই ভাববেন না। এটা অনেক ধৈর্য্যের ব্যাপার। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে অমনোযোগি শিক্ষার্থীরাও আপনার চেষ্টায় মনোযোগী হয়ে উঠবে।
বর্ষা কৈরী : শিক্ষা গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
You may also like
Annual Picnic-2025
The Carter Academy School & College celebrated Annual Picnic-2025 at Sonargoan, Narayanganj on 25 January 2025.